দীর্ঘ বিরতির পর পরিপ্রশ্ন পত্রিকা আবার মুদ্রিত আকারে প্রকাশিত হ’লো। সাময়িক বিরতি নিতে হয়েছিল নানান বাস্তব প্রতিকুলতার জন্য। যদিও বিরতিকালীন এই সময়ে পরিপ্রশ্ন তার কাজ চালিয়ে গেছে অনলাইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে। ডিজিটাল অ্যাপ ব্যবহার করে সমসাময়িক বিষয় নিয়ে সম্পাদকমন্ডলীর মধ্যে আলোচনা ও মতামত বিনিময় জোর গতি পায় কোভিদ ও লকডাউন জনিত বেদনাময় বদ্ধ ও বন্দী সময়ে।
বাস্তবিক অসুবিধাগুলোকে সুবিধায় রূপান্তরিত করে এই বিগত দীর্ঘ তিনবছরে আমরা ‘অনলাইন পরিপ্রশ্ন’ প্রকাশ চালিয়ে গেছি –প্রথমে পর্যাবৃত সময় ব্যবধানে এক একটি সংখ্যা রূপে এবং পরবর্তীকালে ব্লগ হিসাবে। নতুন লেখকদের সমাবেশ গড়ে উঠেছে এই ডিজিটাল ও অনলাইন ব্যবস্থার যুক্তিপূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে।

উল্লেখিত সময়ের উল্লেখযোগ্য আর একটি কাজ –পরিপ্রশ্ন-এর তরফে লাগাতার অনলাইন সেমিনার। বিষয়ের বৈচিত্র্য, স্বনামখ্যাত বক্তাদের উপস্থিতি, বক্তা-শ্রোতার শিক্ষনীয় প্রশ্নোত্তর, শ্রোতাদের নিয়মিত উপস্থিতি আমাদের উদ্যোগের এক পরম পাওয়া।
আমরা ফিরে এলাম আপাতত বিষয়ভিত্তিক সংখ্যা হিসাবে পরিপ্রশ্ন মুদ্রিত আকারে প্রকাশের ইচ্ছা নিয়ে। এবং শুরু করলাম পরিবেশ ভাবনা-কে সামনে রেখে। সভ্যতা বলে যা গড়ে উঠেছে এবং যে বিপুল ও বৈচিত্র্যময় প্রাকৃতির উত্তরাধিকার আমাদের হাতে বর্তেছে তা রক্ষা করাটা মানুষ হিসাবে আমাদের ঐতিহাসিক দায়িত্ব। এর প্রয়োজনে সব স্তরে সংঘর্ষ শুরু না হলে দেরী হয়ে যাবে অনেক। তখন আর কিছুই করার থাকবে না। তাই দুই মলাটের মধ্যে একটি বিষয়কে নানা দিক থেকে দেখা এবং অবশ্যই তা কেবল অতীতচারিতায় আবদ্ধ না রেখে সমকালীনতায় তাকে উত্তীর্ণ করার চেষ্টায় আমরা সাধ্যমতো সচেষ্ট থাকব। বিগত দিনগুলোর মতো পাঠকের সহযোগিতা আমরা যে পাব সে প্রত্যয় আমাদের আছে। বিরতিকালে তাদের বহুজনের আন্তরিক তাগাদা ও সহযোগিতার আশ্বাসে গড়ে উঠেছে আমাদের এই প্রত্যয়ের ভিত্তি।

পত্রিকা সংগ্রহ করুন, পড়ুন ও অন্য বন্ধুদেরও অবশ্যই পড়ান। লেখাগুলো নিয়ে মতামত আসুক এখানে বা পত্রিকা দপ্তরে।

প্রতিবারের মতো এবারেও অর্থাৎ ৪২ তম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ঘটবে আগামী বৃহস্পতিবার, ২৩ মার্চ, সামাজিক নানান কাজের সঙ্গে আন্তরিক ভাবে যুক্ত অনুভব (চাকদহ) – এর কার্যালয়ে: সন্ধ্যে পাঁচটা থেকে রাত সাড়ে সাতটা।

পথ নির্দেশ: অনুভব অফিস, চাকদহ আপ প্লাটফর্মের দিকে চাকদহ থানা থেকে পশ্চিমে একটু এগোলে উত্তর ঘোষপাড়া ইলেকট্রিক অফিসের সামনে। স্টেশন থেকে টোটো পাওয়া যায় আর পায়ে পায়ে ৭- ৮ মিনিট।

পত্রিকা প্রকাশ অনুষ্ঠান সূচী:
•আসুন বিকেল পাঁচটার মধ্যে অনুভব কার্যালয়ে: আলাপচারিতা ও চা পানের পর পত্রিকা প্রকাশ ঠিক সাড়ে পাঁচটায়।
• সঙ্গীত পরিবেশন করবেন অনুভব সংস্থার গানের দল।
• আলোচনা: আজকের এই অস্থির সময়ে সামাজিক উদ্যোগ ও পত্রিকা সংগঠনগুলির লক্ষ্য ও উদ্দেশ্য। আলোচনা করবেন: অনুভব সংস্থার সভাপতি গৌর অধিকারী।
• প্রকৃতি ও মানব সভ্যতার মধ্যেকার বিপাকীয় ফাটল মেরামতির কাজে আজকের সময়ের দাবি। আলোচনা করবেন: গণ বিজ্ঞান ও পরিবেশ আন্দোলনের অন্যতম সংগঠক এবং পরিপ্রশ্ন পত্রিকার প্রধান সম্পাদক বঙ্কিম দত্ত।
• মাটির গান: পরিবেশন করবেন পার্থসারথি দাশ।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায়: সন্তোষ সেন –পরিপ্রশ্ন পত্রিকার সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য।
আয়োজনে: অনুভব, চাকদহ।
২৩ তারিখের অনুষ্ঠানে পরিপ্রশ্ন সহ সম্প্রতি প্রকাশিত বেশ কিছু পত্র পত্রিকার স্টল থাকবে।
এই অনুষ্ঠানে সকলের সাদর আমন্ত্রণ রইলো। আসুন, বন্ধুদের আসতে বলুন।