আমাদের সম্পর্কে

পরিপ্রশ্ন বাঙলা ভাষায় প্রকাশিত সমাজ ও বিজ্ঞান বিষয়ক একটি ত্রৈমাসিক প্রবন্ধ পত্রিকা। গণবিজ্ঞান আন্দোলনের জমি থেকে উঠে আসা অসমাধিত প্রশ্নগুলির উত্তর খোঁজার প্রয়াস থেকেই পরিপ্রশ্ন- র যাত্রা শুরু। 

প্রথম প্রকাশ ২০০৬ সালের নভেম্বর মাসে । নৈহাটি কাঁঠালপাড়ায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটা, বর্তমানে বঙ্কিম স্মারক সংগ্রহশালা ও সাহিত্য  গবেষণা কেন্দ্র ‘বঙ্কিম ভবন’-এ। গবেষণা প্রতিষ্ঠানের তত্কালীন অধ্যক্ষ ডঃ সত্যজিৎ চৌধুরী পত্রিকার উদ্বোধন করেন। অক্ষয় দত্ত-র বিজ্ঞানচিন্তা বিষয়ে বলেন বিশিষ্ট প্রাবন্ধিক শ্রী আশীষ লাহিড়ী। বক্তব্য রাখেন ‘মানব মন’ পত্রিকার সম্পাদক ও প্রসিদ্ধ মনোচিকিৎসক শ্রী বাসুদেব মুখোপাধ্যায় ।

এ পর্যন্ত ৪০ টি সংখ্যা প্রকাশিত হয়েছে। এক দশকের বেশী এই সময়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা,স্বাস্থ্য,পরিবেশ ইত্যাদি নানা বিষয়ে মননশীল প্রবন্ধ। বিজ্ঞান ও সমাজের আন্তর্সম্পর্ক বোঝার প্রয়োজনে নিয়মিতভাবে প্রকাশিত হয়েছে সমাজ বিজ্ঞান ও দর্শনের একাধিক বিষয় ঘিরে আলোচনা ।  

প্রধান কার্যালয় (প্রতি শনিবার বিকালে) উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটিতে। কলকাতা কার্যালয় কলেজ স্ট্রিটে পাভলভ ইন্সটিটিউট এর নিজস্ব কক্ষে (প্রতি শুক্রবার বিকালে)।

সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ও ব্যক্তিগত আর্থিক অনুদান নির্ভর এই উদ্যোগ। আর আছে পত্রিকা বাবদ পাঠকের কাছ থেকে নেওয়া দাম। কোন বিজ্ঞাপন ছাপা  হয় না।

সম্পাদকমণ্ডলী পত্রিকা প্রকাশনার কাজের প্রধান দায়িত্বে থাকলেও বেশ কয়েকজন শুভানুধ্যায়ী নানাভাবে সাহায্য করেন। প্রতি সংখ্যার প্রকাশ উপলক্ষ্যে গ্রাম-শহরে আলোচনাসভা এবং বার্ষিক পাঠকসভার আয়োজন নিয়মিত কাজের অংশ। এছাড়া বিজ্ঞাননিষ্ঠ মতামত গড়ে তোলার প্রয়োজনে বিভিন্ন সেমিনার ও প্রচারসভা করা হয়। ফেসবুক

(পরিপ্রশ্ন : সমাজ ও বিজ্ঞান বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা) ও ওয়েবসাইটে পত্রিকার প্রচার ছাড়াও নানা বিষয়ে  মতামত আদানপ্রদান চালানো হয় সাধ্যমতো। ‘পরিপ্রশ্ন  পাঠকসভা’ হোয়াটসঅ্যাপ গ্রুপ পাঠকদের মতামতের মঞ্চ। পাঠক- লেখক- সম্পাদকমন্ডলীর সদস্যরা এখানে ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন খোলামনে। শুরু হয়েছে ওয়েব সেমিনার। ১৫ দিনের ব্যবধানে ‘পরিপ্রশ্ন ওয়েব ম্যাগাজিন’ নিয়মিতভাবে প্রকাশের কাজ শুরু হ’লো। এসবেরই লক্ষ্য এক চিন্তার আন্দোলনে সামিল হওয়া ও পাঠককে সামিল করা যা পরিবেশমুখী, বিজ্ঞানমনস্ক, মানবিক সমাজ গড়ে তোলার পথে বিশেষ সহায়ক হবে বলে আমরা মনে করি।

Scroll to Top